আন্তর্জাতিক খেলাধুলা ব্রেকিং নিউজ

ঘরের মাঠে হার, চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় ম্যানচেস্টার ইউনাইটেডের

চলতি মরশুমে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে ছিটকে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে ০-১ গোলে হেরে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল এরিক টেন হ্যাগের দল। এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বুধবার ইউনাইটেডকে শুধু জিতলে হত না; গ্রুপের অপর ম্যাচে গ্যালাতেসারির সঙ্গে কোপেনহেগেনের খেলা শেষ হতে হত অমীমাংসিত। তবে এর মধ্যে একটিও ঘটেনি।

দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে কিংসলে কোম্যানের করা একমাত্র গোলে হারতে হয় ইউনাইটেডকে। হ্যারি কেনের বাড়ানো পাস থেকে ম্যাচে পার্থক্য গড়ে দেন ফরাসী তারকা। গোল খেয়ে সমতা ফেরানো বা জয়ের তাগিদ দেখা যায়নি ব্রুনো ফার্নান্ডেজদের দলের মধ্যে। মাস্ট উইন ম্যাচে বিপক্ষের গোল লক্ষ্য করে মাত্র একটি শট নিতে পেরেছে তারা। উল্টে বেশ কিছু গোলের সুযোগ তৈরী করেছিল বায়ার্ন। সেগুলি কাজে লাগাতে পারলে লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হত ম্যানচেস্টারের ‘লাল’ ব্রিগেডকে।

বুধবার বায়ার্নের বিরুদ্ধে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল এরিক টেন হ্যাগের দল। খেলার ফল বায়ার্নের পক্ষে ১-০। খেলার একমাত্র গোলটি করেন কিংসলে কোম্যান।এই গ্রুপ থেকে দুটি দল হিসেবে পরের রাউন্ডে নিজেদের জায়গা পাকা করেছে বায়ার্ন মিউনিখ ও কোপেনহেগেন।