বিনোদন

গ্রেপ্তার হতে পারেন দীপিকা!

এখন ‘মাদক’ বলিউডের অন্যতম আলোচিত বিষয়! অভিনেত্রী রিয়া চক্রবর্তী মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ইতোমধ্যে জেলবাস করছেন। একই অভিযোগে বলিউডের বেশ কয়েজন তারকার নাম শোনা যাচ্ছে। সেই তালিকায় যুক্ত হয়েছেন বলিউডের শীর্ষ অভিনেত্রী দীপিকা পাডুকোন!

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদক নিয়ন্ত্রণ ব্যুরো দীপিকাকে সমন পাঠায়। শনিবার (২৬ সেপ্টেম্বর) তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে শুধু দীপিকা নন, বলিউডের মাদককাণ্ডে ওইদিন একইসঙ্গে সারা আলী খান এবং শ্রদ্ধা কাপুরকেও জেরা করা হবে। এনসিবির তলবে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়া থেকে মুম্বাই ফিরেছেন দীপিকা পাডুকোন। সঙ্গে ছিলেন তার স্বামী রণবীর সিংও। এদিন চার্টার্ড বিমানে মুম্বাইয়ে পা দিতেই রণবীর-দীপিকাকে সাংবাদিকরা ঘিরে ধরেন। কিন্তু মিডিয়ার সামনে মুখ না খুলে কড়া নিরাপত্তার মধ্যে এই জুটি বিমানবন্দর ছাড়েন।

মূলত একটি হোয়াটস অ্যাপ চ্যাটের ভিত্তিতেই এনসিবি দীপিকাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে। চ্যাটের অংশবিশেষ হিসেবে দেখা যায়, ‘ডি’ এবং ‘কে’ নামে দুই ব্যক্তির মধ্যে মাদক প্রসঙ্গে একাধিকবার কথা চালাচালি হয়েছে। কখনও ‘ডি’ ‘কে’কে গাঁজা আছে কি না জিজ্ঞাসা করছেন। আবার কখনও ‘কে’ ‘ডি’কে গাঁজার তথ্য দিচ্ছেন। কেউ কেউ মনে করছেন, এই ‘ডি’ হলেন দীপিকা। আর ‘কে’ দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশ। সত্যিই কি তাই? সেটিই খতিয়ে দেখতে এনসিবি তদন্ত করছে। অভিযোগ প্রমাণিত হলে রিয়ার মতো এই অভিনেত্রীও গ্রেপ্তার হতে পারেন।

এদিকে দীপিকা পাডুকোনকে এনসিবি জেরা করার সময় স্ত্রীর সঙ্গে উপস্থিত থাকার অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছিলেন তার স্বামী অভিনেতা রণবীর সিং। যদিও এখন পর্যন্ত অনুমতি পাননি তিনি। রণবীর জানিয়েছেন, দীপিকা প্রায়ই অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের শিকার হন। সেই কারণেই জেরার সময় তার সঙ্গে তিনি উপস্থিত থাকতে চান।