মুম্বাইয়ে করোনাভাইরের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বেঙ্গালুরুতে বাবা-মায়ের কাছে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সেখানে গিয়েই সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী। শুধুমাত্র নেগেটিভ এসেছিলো রণবীর সিংয়ের করোনা টেস্টের রিপোর্ট।
তবে দীপিকা ভক্তদের জন্য সুখবর। করোনামুক্ত হয়ে শনিবার (২৩ মে) মুম্বাই ফিরেছেন দীপিকা পাড়ুকোন। এদিন স্বামীর হাতে হাতে রেখে মুম্বাই বিমানবন্দর থেকে বের হতে দেখা গেছে করোনাজয়ী দীপিকাকে। এসময় কালো পোশাকে দেখা যায় এই তারকা দম্পতিকে। দু’জনেরই মুখ মাস্কে ঢাকা ছিলো। চোখে ছিলো সানগ্লাস।
দীপিকার হাতে এই মুহূর্তে রয়েছে বেশ কয়েকটি বড় বড় ছবির কাজ। যদিও বর্তমানে করোনার কারণে বন্ধ রয়েছে শুটিং। পরিস্থিতি স্বাভাবিক হলেই কাজে যোগ দেবেন দীপিকা।