বিনোদন

পানশালা থেকে নেশায় বুদ হয়ে বেরিয়েছিলেন দীপিকা

গতকাল শনিবার সকাল থেকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোতে (এনসিবি) প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় দীপিকা পাড়ুকোনকে। জানা গেছে, মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাট-এর কথা দীপিকা জেরার মুখে মেনে নিয়েছেন। যে চ্যাটের উপর ভিত্তি করে এই এনসিবি দীপিকার সঙ্গে মাদকযোগের হদিশ পায়, তা ২০১৭ সালের ২৮ অক্টোবরের।

ওইদিন মুম্বইয়ের কমলা মিলসের নামি কোকো পাবের এক হ্যালোউইন পার্টিতে দীপিকা হাজির হন। ওই পার্টিতে হাজির হওয়ার আগেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের ম্যানেজার কারিশ্মা প্রকাশের কাছে মাদকের খোঁজ করেন দীপিকা। সে পার্টিতে দীপিকার সঙ্গে হাজির হন সোনাক্ষী সিনহা, সিদ্ধার্থ মালহোত্রা ও আদিত্য রয় কাপুর। ওই রাতে পার্টি থেকে বের হওয়ার পর পাপারাৎজি দীপিকাকে ক্যামেরাবন্দি করেন। পানশালা থেকে এক বন্ধুর হাত ধরে তাকে বেরিয়ে আসতে দেখা যায়। দীপিকার পাশাপাশি সেখানে আদিত্য রয় কাপুর এবং সোনাক্ষী সিনহার ছবিও সংবাদমাধ্যমের ক্যামেরায় উঠে আসে।
অন্যদিকে পার্টির দু’দিন পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেদিনের পার্টির ছবিও দীপিকা শেয়ার করেন। এবার কি তবে এনসিবি-র জালে বলিউডের বাকিরাও? মঙ্গলবার সকালে দীপিকার ম্যানেজার কারিশ্মা প্রকাশ ও ধ্রুব চিতগাঁওকরকে পুলিশ সমন পাঠায়। তাদের জিজ্ঞাসাবাদের পর এনসিবি দীপিকাকে সমন পাঠায়।