রাজ্য

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ -সহ বৃষ্টির পূর্বাভাস

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের জেরে শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী তিনদিনে নিম্নচাপ ধীরে ধীরে ওড়িশা উপকূলে দিকে সরে যাবে। সেইসঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমবে বলেই জানা গিয়েছে। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আপেক্ষিক আর্দ্রতার জেরে বেড়েছে গরম। এদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

পূর্বাভাস বলছে, শুক্রবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। তবে, গুমোট আবহাওয়া জেরে তাপমাত্রা জনিত অস্বস্তিও বাড়বে। এদিন বেলা গড়াতেই কলকাতা ও তার আশপাশের এলাকায় বৃষ্টি শুরু হবে। সেইসঙ্গে ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়াও। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।