স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বেশ কয়েক মাস ধরে একটানা বন্ধ রয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ সাংবাদিক বৈঠক করে কিছু সিদ্ধান্তের কথা জানান। এদিন শিক্ষা মন্ত্রী জানিয়েছেন ২০২১ সালে যেসব পড়ুয়ারা মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসবে তাদের সিলেবাস ৩০ থেকে ৩৫ শতাংশ কম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রী বলেন সিলেবাস কমিটি মধ্যশিক্ষা পর্ষদ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রস্তাব মেনে ২০২১ এর মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষাতে ৩০ থেকে ৩৫ শতাংশ কমানো হবে। অভিভাবক তরফ থেকে থেকে সিলেবাস কমানোর অনুরোধ আসছিল। যদিও পরীক্ষা কবে থেকে হবে শিক্ষা মন্ত্রী সে বিষয়ে কিছু জানাননি। প্রথমে নভেম্বর মাস থেকে কলেজ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন কবে থেকে কলেজ খোলা হবে তার জন্য উপাচার্যদের সাথে আলোচনায় বসবে রাজ্য সরকার। দেশের কোন কোন রাজ্যে নভেম্বর থেকে স্কুল খুলতে শুরু করেছে। স্কুল খুলে অনেক জায়গায় কোভিড এর প্রকোপ বেড়েছে। এই পরিস্থিতিতে বাংলায় স্কুল খোলা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।