রাজ্য লিড নিউজ

১০ ডিসেম্বর প্রাথমিক টেট, আজ থেকে শুরু ফর্ম ফিলাপ

আগামী ১০ ডিসেম্বর হবে প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা। পরীক্ষা হবে বেলা ১২টা থেকে ৩টে পর্যন্ত। বুধবার সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ড. গৌতম পাল। এ দিন তিনি বলেন, ১০ ডিসেম্বর টেট। এই পরীক্ষার জন্য বুধবার রাতেই বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে টেট-এর রেজিস্ট্রেশন। কারা এ বছর টেট দিতে পারবেন, কারা পরীক্ষায় বসতে পারবেন না, সাংবাদিক বৈঠকে তাও জানিয়েছেন পর্ষদ সভাপতি।

এনসিটিই’র গাইডলাইন অনুসারে, প্রত্যেক বছর একবার করে প্রাথমিকের টেট নিতে হবে। শেষবার ২০২২ সালের ডিসেম্বর মাসে টেট পরীক্ষা হয়েছিল। তাতে কয়েক লক্ষ পরীক্ষার্থী অংশ নেন। প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী সেই টেটে উত্তীর্ণও হয়েছেন। তবে, সেই নিয়োগ প্রক্রিয়াও পড়েছে আইনি জটিলতায়। ২০২২ টেটের নিয়োগ প্রক্রিয়া এখনও এগোয়নি। এরই মধ্যে ফের টেট পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে পর্ষদ।

পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আগেরবারের ‘সফল মডেল’কে এবারও কাজে লাগাতে চাইছে পর্ষদ। আবেদনের শেষ তারি’ ৫ অক্টোবর। পেমেন্ট সমস্যা হলেও বাড়তি সময় দেওয়া হবে বলে জানিয়েছে পর্ষদ। এ বছর ওএমআর শিটের আসল কপি পর্ষদ নিয়ে নেবে ও পরীক্ষার্থী কপি তাঁরা বাড়ি নিয়ে যেতে পারবেন। পর্ষদ সভাপতি আরও বলেন, ২০২১-২৩ সালের ডিএলএড পরীক্ষার প্রথম পর্ব সম্পন্ন হয়েছে, সে-কথাও এ দিনের সাংবাদিক বৈঠকে জানান পর্ষদ সভাপতি।