নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার ফের একবার সিবিআই দফতরে হাজিরা দিলেন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী দেবরাজ চক্রবর্তী। এদিন সকাল ১১টা নাগাদ তিনি নিজাম প্যালেসে হাজিরা দেন।
নিজাম প্যালেসে ঢোকার সময় তিনি বলেন, পার্সোনাল কিছু ক্ল্যারিফিকেশন এবং ডকুমেন্টস চেয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেগুলোই দিতে এসেছি। তিনি আরও বলেন, তদন্তের স্বার্থে এই বিষয়ে কিছু বলবো না। প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস আমি নিয়ে এসেছি। আমি সহযোগিতা করব। ব্যাংক সংক্রান্ত ও পার্সোনাল নথিপত্র নিয়ে এসেছি। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও দেবরাজ চক্রবর্তীকে একাধিকবার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।