দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায় গত ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েছেন। বিয়ের আগে থেকেই বহু কাছের মানুষজনের আমন্ত্রণে আইবুড়ো ভাত খেতে হয়েছে। এছাড়া বিয়ের পরও লেগে রয়েছে নিমন্ত্রণ পর্ব। তাই ওজন ঠিক রাখতে দেবলীনা কুমার নিয়মিত শরীরচর্চা করেন। অভিনেত্রী কোনওভাবেই জিমে যাওয়া বন্ধ করেননি। মাঝে মধ্যেই শরীরচর্চার ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করতেও দেখা যায় তাকে। সম্প্রতি, এমনই একটি শরীরচর্চার ভিডিও পোস্ট করে দুই নেটিজেনের সঙ্গে তর্ক-বিতর্কে জড়ালেন দেবলীনা। যা শেষ অব্দি তুই-তোকারিতে পৌঁছয়।
দেবলীনা কুমারের পোস্ট করা ভিডিওর নিচে কমেন্টে এক নেটিজেন তাকে ‘আরও ভালো করে শরীরচর্চা করার’ পরামর্শ দেন।
দেবলীনা ওই নেটিজেনের কমেন্টেরই উত্তর দেন। ”প্লিজ আরও একটু জেনে নিন দয়া করে, আপনার এই হাফ নলেজ নেওয়া যাচ্ছে না।”
পাল্টা উত্তরে অন্য একজন লেখেন, ”হয়নি কিছুই শুধু ভিডিও তৈরি হয়েছে।
এর উত্তরে দেবলীনা লেখেন, ”নিজের ছবিটা লাগা আগে।”
ওই ব্যক্তিও না থেমে ফের লেখেন, ”এটা কে বলতো? চিনিস?”
প্রসঙ্গত ওই ব্যক্তিকে নিজের ছবির বদলে হলিউড অভিনেতা হাভিয়ার বারদেম-এর ছবি লাগিয়ে রাখতে দেখা গিয়েছে।
প্রথম ব্যক্তির সঙ্গে দেবলীনার তর্ক তিক্ততায় না পৌঁছলেও দ্বিতীয় জনের সঙ্গে তা তুই-তোকারিতে নেমে আসে। তবে এর পরে অবশ্য দেবলীনা বা ওই ব্যক্তিকে আর কথা চালিয়ে যেতে দেখা যায়নি। প্রথমজন অবশ্য অভিনেত্রীকে লেখেন, তার কথা ভালো না লাগলে তিনি যেন এড়িয়ে যান। তবে বহু নেটিজেনকেই দেবলীনার এই শরীরচর্চার ভিডিওতে লাইক কমেন্টে ভরিয়ে দিতে দেখা গিয়েছে। প্রায় ২ লক্ষ অনুরাগী দেবলীনা কুমারের পোস্ট করা এই ভিডিওটি লাইক করেছেন।