এবার তৃণমূল ছাড়লেন রায়দিঘির বিদায়ী বিধায়ক তথা অভিনেত্রী দেবশ্রী রায়। ১৫ মার্চ, সোমবার, তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা সাংসদ সুব্রত বক্সীকে চিঠি দিয়ে দেবশ্রী একথা জানিয়েছেন।
চিঠিতে দেবশ্রী লেখেন, ”আমি আজ থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করছি। আমি দলের কোনও পদে না থাকায় পদত্যাগের প্রয়োজন নেই। কিন্তু দীর্ঘ ১০ বছর রায়দিঘির বিধায়ক থাকায় দলের সঙ্গে যে সম্পর্ক ছিল তা থেকে মুক্তি চাইছি। আমাকে দীর্ঘ সময় সাধারণ মানুষের জন্য কাজ করতে দেওয়ায় আমি দলের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব।”
অভিনেত্রী দেবশ্রী রায় দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে গত দুবারের নির্বাচিত বিধায়ক ছিলেন। তবে তার বিরুদ্ধে নিজের এলাকায় নিষ্ক্রিয়তার অভিযোগ ছিল। আমপানের সময়ও তাকে নিজের বিধানসভা এলাকায় দেখা যায়নি বলে উঠেছিল অভিযোগ। এছাড়াও দেবশ্রী রায়ের বিরুদ্ধে টোটো দূর্নীতি সহ একাধিক অভিযোগ রয়েছে। এবার কি তবে দেবশ্রী বিজেপিতে যোগ দেবেন? সে প্রশ্ন থাকছেই। তবে এবিষয়ে কোনও মন্তব্য করেননি দেবশ্রী।