তীব্র তাপপ্রবাহ ও অসহ্য গরমে চলতি বছর হজের শুরু থেকে এ পর্যন্ত ৯২২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। পাশাপাশি, অসংখ্য হজ যাত্রীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না! সৌদির সরকারি প্রশাসন, মক্কার বিভিন্ন হাসপাতাল এবং সৌদির বিভিন্ন দেশের দূতাবাসের তথ্য সহায়তার ভিত্তিতে মৃত হজযাত্রীদের একটি তালিকা তৈরি করেছে সংবাদ সংস্থা এএফপি। সেই সূত্র ধরেই মৃত হজযাত্রীদের সংখ্যা নিশ্চিত হওয়া গেছে।
এখনও পর্যন্ত ৯২২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৬০০ জনই মিশরের নাগরিক, যা এক দিন আগে ছিল ৩২৩। এখনও পর্যন্ত একক দেশ হিসেবে মৃতের সংখ্যায় সর্বোচ্চ মিশরের হজযাত্রী। সূত্রের খবর, এবছর প্রায় ৬৮ ভারতীয় হজযাত্রী নিহত হয়েছেন।
এদিকে প্রাথমিকভাবে নিখোঁজ হজযাত্রীর সংখ্যা ৮০ জন সৌদি আরবের হজ কর্তৃপক্ষকে তালিকা দেয় জর্ডান। এর মধ্যে ২০ জনকে খুঁজে পাওয়া গেছে বলে পরে জানায় জর্ডান।
বিশেষজ্ঞ মহলের মতে, কিছু মৃত্যু প্রাকৃতিক কারণে হয়েছে। আর কিছু আবহাওয়ার কারণে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে মক্কার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। প্রসঙ্গত, চলতি বছর হজ শুরু হয়েছে গত ১৪ জুন থেকে।