ব্রেকিং নিউজ রাজ্য

বহুতল বিপর্যয়ের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের ঘটনায় এখনও পর্যন্ত ন’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিকে, গার্ডেনরিচে কংক্রিটের নিচে দু’জনের আটকে থাকার আশঙ্কা রয়েছে।

সোমবার রাত ৯টা পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে ১০ জনকে বার করে আনে এনডিআরএফ। তাঁদেরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনকে মেটিয়াবুরুজের একটি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। যদিও রাতে আলোর অভাবে সাময়িকভাবে উদ্ধারকাজ বন্ধ ছিল। তবে মঙ্গলবার সকাল হতেই ফের উদ্ধারকার্য শুরু হয়েছে।

অন্যদিকে, বেআইনি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় প্রোমোটারের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। মহম্মদ ওয়াসিম নামে ওই প্রোমোটারকে সোমবারই গ্রেফতার করেছে পুলিশ। জেরায় তিনি স্বীকার করেছেন, পাঁচতলার উপরে গাঁথনি করতে গিয়েই দুর্ঘটনা হয়েছে। নির্মাণটি যে বেআইনি ছিল তা স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী এবং মেয়র। পুকুর বুজিয়ে ৪ ফুটের রাস্তায় কীভাবে বহুতল নির্মাণ হচ্ছিল তা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে।