কিছুতেই থামানো যাচ্ছে না আক্রান্তের সংখ্যা। লকডাউনের মধ্যেও বাংলাদেশে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ফলে দেশজুড়ে বাড়ছে উদ্বেগ। সরকারি পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় সে দেশে আক্রান্ত তালিকায় যুক্ত হয়েছে আরও ৩১২টি নাম। মৃত্যু হয়েছে আরও ৭ জনের। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯১ জন। যা উদ্বেগের বলে মনে করা হচ্ছে।
এই উদ্বেগের মধ্যে খানিকটা ভাল খবর হল, একদিনে ৯ জন বাংলাদেশে সুস্থ হয়ে উঠেছেন। এখনও পর্যন্ত মোট ৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন। তবে ভাইরাস সংক্রমণ বৃদ্ধির জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাবকে দায়ী করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘সংক্রমিত এলাকা থেকে এখনও লোকজন অন্য এলাকায় যাচ্ছেন। ফলে যেসব এলাকা এখনও সংক্রমিত হয়নি সেখানে বাইরে থেকে লোক এসে সংক্রমণ ছড়াচ্ছে। গোষ্ঠী সংক্রমণ বেড়ে যাচ্ছে। সংক্রমণ বৃদ্ধির প্রবণতা রুখতে সবার স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত।’