দেশ ব্রেকিং নিউজ

করোনার বলি ১ লক্ষ পার

ভারতে করোনায় মৃতের সংখ্যা ১ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল। সেইসঙ্গে কোভিড পজিটিভ কেসের সংখ্যাও ৬৪ লক্ষ অতিক্রম করল। একদিনে দেশে করোনা আক্রান্ত হলেন ৭৯,৪৭৬ জন। এ‌ই নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৬৪,৭৩,৫৪৫।
সংবাদসংস্থার খবর অনুযায়ী, ভারতে করোনায় মৃতের সংখ্যা এক লক্ষের গণ্ডি অতিক্রম করেছে। ভারতে কোভিডে মৃত বেড়ে হয়েছে ১ লক্ষ ৭৬৮। আক্রান্ত ৬৪ লক্ষ ৬৪ হাজার ১২ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার শিকার হলেন ১,০৬৯ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু সংখ্যা ১ লাখ পার হয়ে গেল। মৃত্যুর সংখ্যায় বিশ্বে এখন তিন নম্বরে ভারত। প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্র(২ লাখের বেশি), দ্বিতীয় স্থানে ব্রাজিল( ১লাখ ৪৪ হাজার)। তবে এই দুই দেশের তুলনায় ভারতে মৃত্যুর হার অনেকটাই কম।
দেশের মধ্যে এখনও করোনা আক্রান্ত রাজ্যের তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তার পরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লি। আর দিল্লির ঠিক পরেই সপ্তম স্থানে পশ্চিমবঙ্গ। করোনায় মৃত্যুর শীর্ষে রয়েছে উদ্ধব ঠাকরের রাজ্য মহারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৭,৪৮০ জনের। তার পরেই রয়েছে তামিলনাড়ু, মৃতের সংখ্যা ৯,৬৫৩। ৯ হাজারের কোটায় রয়েছে কর্ণাটকও। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯,১১৯ জনের। যোগীর রাজ্যে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫,৯১৭ জন। এরপরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ(৫,৯০০), দিল্লি(৫,৪৩৮), পশ্চিমবঙ্গ (৫,০৭০), পাঞ্জাব(৩,৫০১) এবং গুজরাট(৩,৪৭৫)।