মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিটি পাঠানো হয়েছে তাঁর স্ত্রী তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে।
মঙ্গলবার, খুনের হুমকি দিয়ে চিঠির কথা পুলিশকে জানিয়ে মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর নামে স্পিড পোস্টে একটি চিঠি আসে। তাতে লেখা রয়েছে, তাঁর স্বামীকে কেউ বাঁচাতে পারবে না। এই চিঠিটি হাতে পেয়ে আলাপনবাবু পুলিশের দ্বারস্থ হন। সঙ্গে সঙ্গে পুলিশ তদন্ত শুরু করেছে। কে বা কারা, কোথা থেকে এই চিঠিটি পাঠিয়েছে, কী উদ্দেশ্যে এই চিঠি পাঠানো হয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।
এই চিঠিটি পেছনে কোন রাজনৈতিক গল্প রয়েছে কি না,তাও খতিয়ে দেখা হবে জানিয়েছে পুলিশ। তবে স্বাভাবিক ভাবেই এমন ঘটনায় চিন্তিত আলাপন বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী সোনালী দেবী।