লোকসভা নির্বাচনের আগেই প্রাণনাশের হুমকি মুখ্য নির্বাচন কমিশনারকে। কার্যত সেকারণেই লোকসভা ভোটের আগে রাতারাতি নিরাপত্তা বদলে যাচ্ছে রাজীব কুমারের। মঙ্গলবার থেকে নিরাপত্তা বাড়ানো হল মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের।
এবার থেকে দেশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মুখ্য নির্বাচন কমিশনারের জন্য জেড ক্যাটাগরির নিরাপত্তা অনুমোদন করেছে।
সূত্রের খবর, দেশজুড়ে যেখানেই যাবেন রাজীব, সেখানেই তাঁর সঙ্গে থাকবেন ৪০-৪৫ জনের সিআরপিএফের বিশেষ দল। জানা গিয়েছে, ১২ জন কমান্ডো তিনটি শিফটে পালা করে রাজীবের দায়িত্বে থাকবেন। অতিরিক্ত ২ জন থাকবেন নজরদারির দায়িত্বে। এদিকে তিনজন গাড়ি চালক, যাঁরা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত, তাঁদের আলাদা করে তৈরি রাখা হবে। সূত্রের খবর, রাজীব কুমারের সঙ্গে সঙ্গে তাঁর গোটা পরিবারকেও সিআরপিএফের তরফে নিরাপত্তা দেওয়া হবে।