বাংলাদেশ

দশ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা মামলায় ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মহম্মদ বদরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেন। সুতরাং এটা অন্যান্য জঙ্গিজের কাছে বার্তা বলেও মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, ২০০০ সালের জুলাই মাসে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় বোমা পুঁতে রেখে আওয়ামি লিগ সভাপতি ও তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। হাসিনার সভাস্থলের পাশে তাঁকে হত্যা করতে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। দুই দশক ধরে শুনানি চলে আদালতে। ২০০১ সালের ৮ এপ্রিল ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। পরবর্তীকালে ২০০৯ সালের ২৯ জুন আরও ৯জনকে আসামী হিসেবে অন্তর্ভূক্ত করে অতিরিক্ত চার্জশিট দেওয়া হয়।
এরপর ২০১০ সালে মামলাটি নিষ্পত্তির জন্য ঢাকা–২ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালে পাঠানো হয়। তারপর ২০১৭ সালের ২০ আগস্ট ঢাকার ফাস্ট ট্র‌্যাক ট্রাইবুনাল–২ বিচারক মমতাজ বেগম ১০ জঙ্গির মৃত্যুদণ্ড ও চার দোষীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের রায় দেন।
নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করে অভিযুক্তরা। তারপর রায় ঘোষণার দিন ধার্য করে আদালত। কিন্তু এখানেও শেষরক্ষা হয়নি। নিজেদের কৃতকর্মের সাজা হিসেবে জঙ্গিদের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট।