বিনোদন ব্রেকিং নিউজ

প্রয়াত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান

বলিউডে ফের শোকের ছায়া। ১ জুন, সোমবার ভোর রাতে আচমকাই মৃত্যু হল প্রখ্যাত সংগীত পরিচালক ওয়াজিদ খানের। রিপোর্টে প্রকাশ, করোনায় আক্রান্ত হয়েই মৃত্যু হয় বলিউডের এই জনপ্রিয় সঙ্গীত পরিচালকের। ওয়াজিদ খানের মৃত্যুর পর শোকপ্রকাশ করে টুইট করেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। কিছুদিন আগেই সলমান খানের দুটি গান পেয়ার করো না এবং ভাই ভাই–এর সংগীত পরিচালনা করেছিলেন সাজিদ–ওয়াজিদ জুটি। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর।
মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ জানান, করোনায় আক্রান্ত হন ওয়াজিদ খান। অল্প বয়সেই চলে গেলেন তিনি। এই কঠিন সময়ে ওয়াজিদ খানের পরিবার যাতে আরও শক্তি পায় মনের, সেই প্রার্থনা করেন তিনি। ওয়াজিদ খানের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন আরও এক বিখ্যাত মিউজিক কম্পোজার সলিম মার্চেন্ট। তিনি লেখেন, ‘আমার ভাই ওয়াজিদের অকস্মাৎ মৃত্যুতে আমি শোকস্তব্ধ। আল্লা ওঁর পরিবারকে এই দুঃসময়ে লড়াই করার শক্তি দিন। সাবধানে যেও ভাই… বড্ড তাড়াতাড়ি চলে গেলে। আমাদের জন্যে এক বড় ক্ষতি হয়ে গেল।’‌
শোক প্রকাশ করেন সোনু নিগমও। আমার ভাই ওয়াজিদ খান চলে গেলেন বলে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শোকবার্তা প্রকাশ করেন সোনু। ১৯৯৮ সালে সলমান খানের ছবি পেয়ার কিয়া তো ডরনা কিয়া দিয়ে বলিউডে সফর শুরু হয়ে সাজিদ-ওয়াজিদ জুটির। এরপর সলমান অভিনীত বহু ছবিরই সংগীত পরিচালনা করেন তাঁরা। তালিকায় রয়েছে দাবাং ফ্রাঞ্চাইজ, চোরি চোরি, হেলো ব্রাদার, ওয়ান্টেড এবং মুঝসে শাদি করোগির মতো ছবি।