ব্রেকিং নিউজ রাজ্য

মায়ের মৃত্যু, প্যারোলে মুক্তি পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতার

নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত থাকার অভিযোগে অর্পিতা মুখোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ তৎকালীন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অর্পিতার ফ্ল্যাট থেকে নিয়োগ সংক্রান্ত একাধিক নথি ও নগদ কোটি কোটি টাকাও উদ্ধার হয়। ঘটনার পর থেকে জেলেই রয়েছে সে। অবশেষে বাড়ি ফিরছেন অর্পিতা।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বেলঘরিয়ায় নিজের বাড়িতে অসুস্থ ছিলেন অর্পিতার মা। বুধবার রাতে নিজের বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মায়ের অন্ত্যেষ্টি ও পারলৌকিক ক্রিয়ায় উপস্থিত থাকার জন্য প্যারোলের আবেদন করেছিল অর্পিতা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সেই আবেদন মঞ্জুর করে বিশেষ আদালত। প্যারোলে পাঁচদিনের জন্য মুক্তি পেয়ে বেলঘরিয়ার বাড়িতে ফিরবে বলে খবর। তবে পাঁচদিন পর আবার জেলেই ফিরতে হবে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীকে।