ব্রেকিং নিউজ রাজ্য

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর ছেলের, শোকের ছায়া

প্রয়াত রাজ্যের প্রাক্তন খাদ্য প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর একমাত্র পুত্র হীরকজ্যোতি অধিকারী। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা মেখলিগঞ্জে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ নিজের বাড়িতে বাবা পরেশ অধিকারীর সঙ্গে বসেছিলেন হীরকজ্যোতি অধিকারী। হঠাৎ করেই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। এরপরই তাঁকে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, কার্ডিয়াক রেসপিরেটরি ফেলিওর ও ক্রনিক কিডনি সংক্রান্ত রোগের কারণে মৃত্যু হয়েছে হীরকজ্যোতির। কুচলিবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ডাক্তার ছিলেন তিনি। এছাড়াও জেলা তৃণমূল যুব’র সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন তিনি।