কুনোয় একের এক চিতার মৃত্যু নিয়ে এবার মুখ খুললেন কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব। মোদী মন্ত্রিসভার সদস্য ভূপেন্দ্র বললেন, ” আমরা এই ব্যাপারে বন্যপ্রাণ নিয়ে গবেষণা করা আন্তর্জাতিক মহল সহ বিশেষজ্ঞদের কাছে যাবতীয় পরামর্শ নিচ্ছি। আমাদের একটি বিশেষ দল কুনোয় গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেবে। তবে কুনো থেকে চিতাদের সরানোর কোনও প্রশ্নই নেই। ওরা ওখানেই ভাল আছে। আমি আশাবাদী আমাদের প্রজেক্ট চিতা এখান থেকেও সফল হবে।”
গত পাঁচ মাসে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ৮টি চিতার মৃত্যু হয়েছে। প্রশ্নের মুখে পড়েছে বিদেশ থেকে চিতা এনে কুনোয় রাখার সিদ্ধান্ত। বুধবারের পর শুক্রবার মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ৪৮ ঘণ্টার মধ্যে আরও একটি চিতার মৃত্যু হয়। গত ৪ মাসে আটটি চিতাবাঘের প্রাণ হারানো নিয়ে উঠছে প্রশ্ন। মঙ্গলবার কুনোয় মারা গিয়েছিল এক পূর্ণবয়স্ক চিতা।
প্রসঙ্গত, গত বছর ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে আফ্রিকার নামিবিয়া থেকে প্রথম দফায় আটটি চিতা কুনোয় ছাড়া হয়েছিল। সেগুলির মধ্যে ছিল ৫টি স্ত্রী ও ৩টি পুরুষ চিতা। তারপর চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা হয়েছিল আরও ১২টি চিতা। সেগুলির মধ্যে ৫টি স্ত্রী ও ৭টি পুরুষ চিতা। সবমিলিয়ে মোট ২০টি চিতা। ওই আফ্রিকান চিতাগুলিকে ধাপে ধাপে এনক্লোজার থেকে জঙ্গলে ছাড়ার প্রক্রিয়া চলাকালীনই গত ২৭ মার্চ প্রথম চিতা মৃত্যুর খবর আসে। তারপর থেকে এখনো পর্যন্ত মোট আটটি জেতার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।