মৃত্যুপুরী কেরলের ওয়ানড়। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। জোরকদমে চলছে উদ্ধারকাজ। বুধবার সকালে ওয়ানড়ের সাংসদ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সেখানে যাওয়ার কথা ছিল। কিন্তু, পরিস্থিতি এততাই খারাপ যে মঙ্গলবার রাতে জেলা প্রশাসন ও জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর শীর্ষ কর্তারা রাহুল-প্রিয়াঙ্কার ওয়ানড় সফর বাতিল করার নির্দেশ দিয়েছেন। এমনকী কেরলের মুখ্যমন্ত্রীও আপাতত সেখানে যাচ্ছেন না।
প্রসঙ্গত, প্রবল বৃষ্টির জেরে কেরলের ওয়ানড়ে ভয়ংকর ভূমিধসে নামে। ওয়ানড়ের কালপেট্টা থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে অবস্থিত মেপ্পাদির পাহাড়ি অঞ্চলের একাধিক পাহাড়ে নামে এই ধস। ইতিমধ্যে উদ্ধারকাজে নেমেছে দমকল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, কান্নুর ডিফেন্স সিকিউরিটি কোর টিম। নামানো হয়েছে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারও।
পাশাপাশি রাজ্যের সব সরকারি এজেন্সিকে উদ্ধারকাজে হাত লাগানোর নির্দেশ দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কিন্তু ব্যাপক বৃষ্টির জেরে পদে পদে ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। কেরলের স্বাস্থ্যদপ্তরের তরফে দুটি হেল্পলাইন নম্বরও খোলা হয়েছে। 9656938689 এবং 8086010833। যে কোনও রকম আপদকালীন পরিস্থিতিতে এই দুই নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে কেরল প্রশাসন।