রাজ্য লিড নিউজ

শহরে ফের মৃত্যু! ডেঙ্গি আক্রান্ত হয়ে প্রাণ গেল ২০ বছরের তরুণীর

দক্ষিণ দমদমে ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু এক তরুণীর। শনিবার গভীর রাতে আরজিকর হাসপাতালে মৃত্যু হয় ওই তরুণীর। মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি উল্লেখ রয়েছে। মৃতের নাম সমাপ্তি মল্লিক (২০)। দক্ষিণ দমদম পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি।

হাসপাতাল সূত্রে খবর, বেশ কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হয়ে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সমাপ্তি। রক্ত পরীক্ষা করালে তাঁর ডেঙ্গি রিপোর্ট পজ়িটিভ আসে। শনিবার রাত্রিবেলা অবস্থার অবনতি হলে তাঁকে নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। সেই গভীর রাতে মৃত্যু হয় তরুণীর। মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি উল্লেখ রয়েছে।

ডেঙ্গির প্রকোপ কমাতে জারি একাধিক নির্দেশিকা। ডেঙ্গি পরীক্ষায় জোর দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে, ৬৮টি হটস্পট মাথাব্যথা নবান্নের। নজরে ২১টি ব্লক, ৩০টি পঞ্চায়েত, ১৩টি পুরসভা।