বোমা বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু এক কিশোরের। উত্তর চব্বিশ পরগণার রহড়া থানার মধ্যপাড়া এলাকার ঘটনা। ঘটনার পর থেকে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। মৃত কিশোরের নাম শেখ সাহিল (১৭)।
জানা গিয়েছে, শনিবার রহড়া থানার পেছন দিকের মাঠে আবর্জনা পরিষ্কার করতে গিয়ে একটি কৌটো দেখতে পান শেখ সাহিলের দাদু। এরপর সেই কৌটো বালতি করে বাড়িতে নিয়ে আসেন তিনি। কৌটৌটি বাড়িতে আনার পরই খেলার ছলে ওই কিশোর বাড়ির সামনে ল্যাম্পপোস্ট ছুড়ে মারাতেই বিস্ফোরণ ঘটে। যার জেরে গুরুতর আহত হয় ওই কিশোর। ওই কিশোরকে উদ্ধার করে প্রথমে ব্যারাকপুর বি এন বোস মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সাগর দত্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে রহড়া থানার পুলিশ। রহড়া থানা থেকে ঢিলছোঁড়া দূরত্বে এরকম ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।
রাজ্যজুড়ে চলছে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের বিশেষ অভিযান। রাজ্যের একাধিক জায়গা থেকে উদ্ধার হচ্ছে একের পর এক বিস্ফোরক পদার্থ ও আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র তৈরির কারখানা।অতি তৎপর পুলিশ প্রশাসন। তার মধ্যেই এবার রহড়া থানা থেকে বিল ছোঁড়া দূরত্বে কৌটো বোমা উদ্ধার হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে স্থানীয়রা।