যশোর রোডে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত জয়গাছি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাইকেল নিয়ে বনগাঁর দিক থেকে হাবড়ার দিকে আসার সময় পিছন থেকে সাইকেলের পিছনে একটি দুধের গাড়ি ধাক্কা মারলে রাস্তার উপর ছিটকে পড়েন সাইকেল চালক। তখনই গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় সাইকেল চালকের। স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় হাবড়া থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে হাবড়া থানার পুলিশ। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, মৃত ব্যক্তির নাম শেখর দাস। বাড়ি ঢাকুরিয়া কালীবাড়ি চাঁদপাড়া এলাকায়। হাবড়া থানা পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় গাইঘাটা থানায়। গাইঘাটা থানার পুলিশ খবর দেয় মৃতের পরিবারে। খবর পেয়ে তড়িঘড়ি হাবরা স্টেট জেনারেল হাসপাতালে এসে পৌঁছায় পরিবারের সদস্যরা। ইতিমধ্যে হাবড়া থানার পুলিশের হাতে আটক হয়েছে ঘাতক গাড়ির চালক ও খালাসী।