দক্ষিণ গাজায় রাফার শরণার্থী শিবিরে ভয়াবহ বোমা হামলা চালাল ইজরায়েলি বাহিনী। ঘটনায় নির্মমভাবে প্রাণ গেল কমপক্ষে ৩৫ জনের। আহত আরও বেশ কয়েকজন। নিহতদের অনেকেই নারী এবং শিশু বলে জানা গেছে।
খবর, রবিবার রাতভর রাফার তাল-আস-সুলতান এলাকার গৃহহীন মানুষের ওপর ব্যাপক হামলা চালায় ইজরায়েলি বাহিনী। তাতেই এই হতাহতের ঘটনা ঘটে।
পাশাপাশি গত ২৪ ঘণ্টায় জাবালিয়া, নুসিরাত এবং গাজার বিভিন্ন অঞ্চলে ক্রমাগত বোমা ছুঁড়েছে ইজরায়েল। হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইজরায়েলের এসব হামলায় অন্তত ১৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলার বিষয়টি নিশ্চিত করে ইজরায়েলি সামরিক বাহিনী।
প্রসঙ্গত, ২০২৩ -এর ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর প্রতিশোধমূলক গাজা ভূখণ্ডে তীব্র হামলা শুরু করে ইজরায়েল। এতে এ পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী নিহতের বেশির ভাগই নারী এবং শিশু।