শুধু বাংলায় নয় অন্য রাজ্যেও রেশন নিয়ে কম অভিযোগ নেই। এবার তা প্রকাশ্যে এলো। যা দেখে চক্ষু চড়কগাছ সকলের। কারণ সরকারি রেশন দোকানের গুড় থেকে মরা ব্যাঙের সন্ধান মিলল! এই ঘটনাটি ছত্তিশগড়ের কাঙ্কর এলাকার। যা নিয়ে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, ছত্তিশগড়ের কাঙ্করের চারামা বিকাশখণ্ডের ভৈসাকট্টা গ্রামে সরকারি রেশন দোকানে গুড়ে মধ্যে মরা ব্যাঙ পাওয়া যায়। যা নিয়ে গ্রামবাসীদের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়েছে। ভৈসাকট্টা গ্রামের বাসিন্দা সুব্রেটিন নিষাদ রেশন দোকান থেকে চাল এবং গুড় নিয়ে এসেছিলেন। সেখানেই এই মরা ব্যাঙ মেলায় চাঞ্চল্য তৈরি হয়। যা এখন সব গ্রামবাসীর কাছে আতঙ্কও তৈরি করেছে।
জানা গিয়েছে, পরিবারের মহিলা সদস্য চা তৈরির জন্য গুড়ের একটি প্যাকেট খোলার পর মরা ব্যাঙের হদিশ পান। ওই মহিলা গ্রামের সরপঞ্চ, উপ সরপঞ্চ এবং গ্রামবাসীদের জানান। এই ব্যাপারে গ্রামবাসীদের অভিযোগ, সরকার দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে গুড় দেওয়ার নামে তাদের স্বাস্থ্যের সঙ্গে খেলা করছে।