আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

করোনায় খতম দাউদ ইব্রাহিম?‌

করোনা থেকে পালিয়ে যেতে পারেনি কুখ্যাত মাফিয়া দাউদ ইব্রাহিম। মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে করাচির হাসপাতালে ভর্তি মুম্বই হামলার মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিম। শুক্রবার এই খবর জোর সাড়া ফেলে দিয়েছিল দেশের সংবাদমাধ্যমে। এখন শোনা যাচ্ছে, করোনায় মৃত্যু হয়েছে ১৯৯৩ সালের মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণের মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিমের!
দাউদের ব্যক্তিগত দেহরক্ষী এবং কয়েকজন কর্মীও এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর। শনিবার আরও এক ধাপ এগিয়ে দাউদ ইব্রাহিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। এক বেসরকারি সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে, করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছে দাউদ ইব্রাহিম। সেই দাবির সত্যতা যাচাই ‘‌দ্য নিউজ এক্সপ্রেস ২৪/‌৭’‌ করেনি। করোনা আক্রান্ত হয়ে আন্ডারওয়ার্ল্ড ডনের মৃত্যুর খবরে হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফেসবুক, টুইটারে ভাইরাল হয়েছে দাউদের মৃত্যুর পোস্ট। যদিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছে ইসলামাবাদ।
বিগত বেশ কয়েক বছর ধরেই দাউদের অসুস্থতার খবর সামনে এসেছে বিভিন্ন মাধ্যমে। ২০১৭ সালের এপ্রিল মাসে খবর ছড়ায়, দাউদ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি, অবস্থা আশঙ্কাজনক। কিন্তু তখন দাউদ ঘনিষ্ঠ ছোটা শাকিল দাবি করেছিল, সুস্থ রয়েছে দাউদ। খবর ভিত্তিহীন। এবারও অবশ্য দাউদের করোনায় আক্রান্ত হওয়ার খবর ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে তার ভাই আনিস ইব্রাহিম। একটি সংবাদ সংস্থাকে আনিস ইব্রাহিম জানিয়েছে, ৬৪ বছরের দাউদ সম্পূর্ণ সুস্থ রয়েছে।
উল্লেখ্য, করাচির সেনা ব্যারাকের অভিজাত এলাকায় ক্লিফটন হাউসে কয়েক দশক ধরেই বাস ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মূল চক্রীর। দেশি–বিদেশি নানা সংবাদমাধ্যম করাচির ওই এলাকায় দাউদের গতিবিধির ছবি তুলে ধরলেও পাকিস্তান তা স্বীকার করেনি। দুবাইয়েও দাউদের গতিবিধির প্রমাণ পেয়েছেন ভারতের কেন্দ্রীয় গোয়েন্দারা। কিন্তু মুম্বই বিস্ফোরণের মূল চক্রীর নাগাল পায়নি ভারত। তাই দাউদের মৃত্যুর খবরে নানা প্রতিক্রিয়া মিলছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে।