জেলা

পুজোয় এবার টয়ট্রেনে দার্জিলিং

পুজোয় শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত পূর্ণাঙ্গ রুটে চলবে টয় ট্রেন। পাহাড়ের পাকদণ্ডি বেয়ে কু–ঝিকঝিক শব্দে সমতল থেকে শৈলশহরে পৌঁছে যাবেন পর্যটকরা। এই স্বপ্নপূরণের লক্ষ্যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা ডিএইচআর জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। ডিএইচআর সূত্রে খবর, করোনাভাইরাস নিয়ে রাজ্য সরকারের কিছু বিধিনিষেধ এখনও বলবৎ রয়েছে। রাজ্য সরকার পরবর্তীতে কী ব্যবস্থা নেয়, তা দেখেই ট্রয় ট্রেন চালুর দিনক্ষণ জানানো হবে।

হেরিটেজ টয় ট্রেনে চেপে খাদের কিনারা ঘেঁষে পাহাড়ে পৌঁছনোর টানে আজও মুখিয়ে থাকেন পর্যটকরা। এই দিকটি মাথায় রেখেই উত্তর-পূর্ব সীমান্ত রেল টয় ট্রেনকে পুজোর মরশুমের আগেই চালু করতে চাইছে। প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ধসের কারণে রেলপথ নষ্ট হয়ে যাওয়ায় দীর্ঘদিন বন্ধ ছিল টয় ট্রেন পরিষেবা। তারপর লাইন মেরামতি করে চালু হয়েছিল ‘খেলনা রেল’।

কিন্তু, টাইগার হিল ও টয় ট্রেনের জন্যই পর্যটকরা বারবার দার্জিলিংয়ে ছুটে আসেন। সেকথা মাথায় রেখেই এবার রেল চাইছে, অক্টোবর মাস থেকে টয় ট্রেন পরিষেবাকে পুনরায় সচল করতে। শুক্রবার শিলিগুড়িতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহারের ডিআরএম শুভেন্দ্রকুমার চৌধুরী জানিয়েছেন। তিনি বলেন, ‘‌অক্টোবর মাস থেকে যাতে টয় ট্রেন চালু করা যায়, তারজন্য আমরা সবরকম চেষ্টা শুরু করেছি। আশা করছি, পুজোর মরশুমেই কোভিড বিধি মেনে শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত সম্পূর্ণ রুটে টয় ট্রেন পরিষেবা চালু করা যাবে।’‌ ইউনিসেফের হেরিটেজ শিরোপা ধরে রাখার জন্য টয় ট্রেনকে সচল রাখা আমাদের কাছে খুবই জরুরি।

রেলকর্তার এমন বক্তব্যের পর উত্তরবঙ্গের ট্যুর অপারেটর থেকে শুরু করে পর্যটকরা আশার আলো দেখছেন। কারণ, পুজোর পাহাড় ভ্রমণে পর্যটকরা আবার কালো ধোঁয়া উড়িয়ে কু-ঝিকঝিক ছন্দে চলা টয় ট্রেনে চেপে পাহাড়ের পাকদণ্ডী বেয়ে পৌঁছে যেতে পারবেন দার্জিলিংয়ে।