আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

আছড়ে পড়ল ‘ড্যানিয়েল’! লিবিয়ায় মৃতের সংখ্যা ছাড়াতে পারে ২০০০!

বন্যার করবলে পড়ে বিধ্বস্ত লিবিয়া। প্রায় ২০০০ মানুষের মারা যাওয়ার আশঙ্কা। ঘটনাটি ঘটেছে লিবিয়ার পূর্বঅঞ্চলে। ড্যানিয়েল নামক ঝড়ের দাপটে একনিমেষে যেন হাওয়া হয়ে গিয়েছে বেশিরভাগ বসতি।

দেশের পূর্বঅঞ্চলের প্রশাসনের প্রেসিডেন্ট ওসামা হামাদ জানিয়েছেন, প্রবল ঝড়ের কারণে বাড়িগুলি ধ্বংস হয়ে গিয়েছে।এবং লিবিয়ার পরিস্থিতি ভয়ানক বলে জানিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে দেশের বিপর্যয়ের ভয়াবহতার ছবি উঠে এসেছে। ডুবে যাওয়া গাড়ি, ভাঙাচোরা বিল্ডিং, উপকূল এলাকায় বিধ্বস্ত ঘরের ছবি দেখা গিয়েছে। যদিও ঝড়ের আগেই হাসপাতাল গুলি থেকে রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

দেশটির পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি, সুসে, দেরনা ও আল-মারজ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে কারফিউ জারি করা হয়েছে। স্কুল ও দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।পূর্বাঞ্চলের পাশাপাশি, পশ্চিমাঞ্চলীয় শহর মিসরাতাও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।