ব্রেকিং নিউজ রাজ্য

চার ধর্ষণ মামলার তদন্তের নেতৃত্বে দময়ন্তী

কলকাতা হাইকোর্টের নজরদারিতে রাজ্যের চারটি ধর্ষণের মামলার তদন্ত চলবে মঙ্গলবার এই রায় দিল উচ্চ আদালত। বলা হয়েছে হাইকোর্টের তদারকিতে বিশেষ টিম গঠন করে তদন্ত চালানো হবে। আইপিএস অফিসার দময়ন্তী সেনের নেতৃত্বে বিশেষ তদন্ত দল গঠন করেছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

মঙ্গলবার মাটিয়া এবং মালদহের ইংরেজবাজার ধর্ষণের রায় দিয়েছে আদালত বলা হয়েছে মাটিয়া, ইংরেজবাজার, বাঁশদ্রোণী এবং দেগঙ্গার ধর্ষণের ঘটনার তদন্ত চলবে কলকাতার হাইকোর্ট গঠিত টিমের নজরদারিতে। মামলাকারীরা দাবি করেছিলেন তদন্ত চালাতে হবে দময়ন্তী সেনের নেতৃত্বে।

ঠিক ১০ বছর পর আবার রাজ্যের একাধিক ধর্ষণ-কাণ্ডের তদন্তভার পেলেন দময়ন্তী।আগামী ২০ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে বলে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে।

বর্তমানে কলকাতা পুলিশের বিশেষ নগরপালের দায়িত্বে রয়েছেন দময়ন্তী সেন।উল্লেখ্য, পার্ক স্ট্রিট কাণ্ডের সময় তিনি ছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান।এদিন কলকাতা হাইকোর্টে উঠে আসে পার্ক স্ট্রিটের সুজেট জর্ডন গণধর্ষণ প্রসঙ্গ।সেই মামলাতেও তদন্ত ভার গ্রহণের দায়িত্বে ছিলেন দময়ন্তী সেন।যদিও এদিন হাঁসখালি ধর্ষণের ঘটনার কোনো তদন্তের কথা বলা হয়নি।

এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন,তদন্তভার গ্রহণে কোনো অসুবিধা থাকলে দময়ন্তী আদালতে জানাতে পারেন।