বিহার জেলার বানজারিয়া ব্লকের ফুলওয়ার উত্তর পঞ্চায়েতের নাগাদহন গ্রামের কাছে নেপাল থেকে উৎপন্ন বাংরি নদীর বাঁধ ভেঙে গেছে বলে সূত্র মারফত জানা গিয়েছে । কয়েকদিন ধরে ভারী বৃষ্টির পর জলের পরিমাণ বেড়ে বুধবার সন্ধ্যায় বাঁধ ভেঙ্গে যায়। নদীর জল দ্রুত পশ্চিম দিকে মালাহী স্কুলের দক্ষিণ দিকে প্রবাহিত হওয়ার ফলে বহু গ্রামে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
বাঁধ ভাঙার খবর পেয়ে সদর এসডিএম শ্রেষ্ঠা অনুপম, সার্কেল অফিসার মণি কুমার ভার্মা, বিডিও সুনীল কুমার গৌড়, থানার সভাপতি প্রভাকর পাঠক এবং জল নিষ্কাশন বিভাগের নির্বাহী প্রকৌশলী ইফতেখার ইমাম ঘটনাস্থলে পৌঁছে যান। তারপর নদীর বাঁধ মেরামতের কাজ শুরু হয়। বাঁধ তৈরির কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার চেষ্টা চালানো হচ্ছে বলে সূত্রের তরফে জানা গিয়েছে।
স্থানীয় গ্রামবাসীরা জানান, এই বাঁধের আরও দুটি জায়গায় ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে, অবিলম্বে এটি মেরামত করা না হলে বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, বানজারিয়া জেলার ব্লক, যেখানে নেপালের অনেক নদী বুধী গন্ডকে মিলিত হয়েছে। কিন্তু এখানে স্থায়ী বাঁধ না থাকায় প্রতি বছর বন্যার ফলে এখানকার বাসিন্দাদের মর্মান্তিক পরিস্থিতির সম্মুখীন হতে হয়।