দেশ ব্রেকিং নিউজ

দলিত জাতীয় খেলোয়াড়কে ধর্ষণ–খুন

বাড়ি কাছেই মিলল জাতীয় স্তরের খেলোয়াড়ের রক্তাক্ত মৃতদেহ। স্থানীয় একটি স্কুলে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়েছিলেন ওই দলিত মহিলা খেলোয়ার (২৪)। কিন্তু বাড়ি থেকে বেরনোর বহু ঘণ্টা পেরিয়ে গেলেও বাড়ি ফেরেননি। তখন দুশ্চিন্তার শুরু হয়। এরপর পরিবার এবং প্রতিবেশীরা খোঁজ শুরু করেন। তখনই বাড়ি থেকে মাত্র ১০০ মিটার দূরে তাঁর দেহ উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে খবর, দেহ রক্তে ভেসে যাচ্ছিল। তাঁর পোশাক অবিন্যস্ত ছিল। ভাঙা ছিল দাঁত। গলায় স্পষ্ট ছিল ফাঁসের দাগ। পরিবারের অভিযোগ, ধর্ষণের পরে খুন করা হয়েছে তাঁকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে যোগী আদিত্যনাথের রাজ্য উত্তরপ্রদেশের বিজনোরে। মৃতার বোন জানান, সকালে দিদি বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও বাড়ি ফেরেনি। তাই খোঁজাখুঁজি শুরু হয়েছিল। বেলা ৩টে নাগাদ স্থানীয় এক বাসিন্দা খবর দেন রেল লাইনের ধারে একটি মেয়ে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। তখন পরিবারের সদস্যরা গিয়ে তাঁকে চিহ্নিত করে।

শুক্রবার পুলিশের দ্বারস্থ হন পরিবারের সদস্যরা। এরপর বাড়ি থেকে ৪০ কিলোমিটার দূরে রেল পুলিশের দফতরে অভিযোগ দায়ের করে পরিবার, তাঁদের সাহায্য করেন বহুজন সমাজ পার্টির এক স্থানীয় নেতা। পুলিশ সুপার অপর্ণা গুপ্তার নেতৃত্বে শুরু হয়েছে তদন্ত। অভিজুক্তের বিরুদ্ধে ৩৭৬ (ধর্ষণ) এবং ৩০২ (খুন) ধারায় মামলা রুজু হয়েছে। তবে অভিযুক্ত এখনও অধরা।