রেশনে চাল নিয়ে বিস্তর অভিযোগ উঠেছিল রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। যার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হয়েছিল, রেশন নিয়ে আর কোনও অভিযোগ শুনতে চাই না। দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। আমফানের পর ত্রান নিয়ে যাতে কোনও দুর্নীতির অভিযোগ না ওঠে সে কথাও বলেছিলেন তিনি। এবার রেশনে চালের সঙ্গে ডাল দেওয়ার কথা জানাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ফলে আবার প্রশ্ন উঠতে শুরু করেছে এই ডাল নিয়ে দুর্নীতির অভিযোগ উঠবে না তো?
১৫ জুন থেকে পর পর ৩ মাস পরিবার পিছু ১ কেজি করে ডাল দেবে সরকার। সোমবার লকডাউন ৫ শুরু হতেই এই ঘোষণা করা হল। আগে কেন্দ্রীয় সরকারকে ডাল দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তারা জানিয়ে দেয় ছোলার এবং কড়াইয়ের ডাল দিতে পারবে। মুসুর ডাল দিতে পারবে না। সেখানে আগ বাড়িয়ে ডাল দেওয়ার কথা ঘোষণা কার্যত ভোট বৈতরণী পার হওয়ার কৌশল বলে মনে করা হচ্ছে।
এদিন নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, যাঁদের রেশন কার্ড আছে, তাঁরাই ডাল পাবেন। অর্থাৎ গরীব মানুষ হলেও যাদের রেশন কার্ড নেই বা হওয়ার মুখে, হাতে পাননি তাঁরা ডাল পাবেন না বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এখানেও বৈষম্যের অভিযোগ উঠতে শুরু করেছে। তবে মুসুর ও মুগ ডাল দেওয়া হবে রেশনে। সঙ্গে যেমন ৫ কেজি চাল দেওয়া হচ্ছিল, সেটাও দেওয়া হবে বলে জানিয়েছে মা–মাটি–মানুষের সরকার।