ব্রেকিং নিউজ লিড নিউজ

দেশে কিছুটা কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

নয়াদিল্লি: দেশে(India) কিছুটা কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু৷ করোনায় (Coronavirus)একদিনে আক্রান্ত ২ লক্ষ ৫৯ হাজার ৫৯১ জন৷ একই সময়ে মৃত্যু হয়েছে চার হাজারের বেশি৷

শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৫৯ হাজার ৫৯১ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন।এখনও পর্যন্ত দেশে করোনায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬০ লক্ষ ৩১ হাজার ৯৯১ জন।দেশে একদিনে মৃত্যু হয়েছে ৪,২০৯ জনের৷তারফলে মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৯১ হাজার ৩৩১ জন।

তবে স্বস্তির খবর, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২৯৫ জন। যা দৈনিক আক্রান্তের তুলনায় বেশি।মোট সুস্থ হয়েছেন ২ কোটি ২৭ লক্ষ ১২ হাজার ৭৩৫ জন।দেশে মোট অ্যাকটিভ কেসের সংখ্যা ৩০ লক্ষ ২৭ হাজার ৯২৫ জনে। দেশে এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ১৯ কোটি ১৮ লক্ষ ৭৯ হাজার ৫০৩ জন।