করোনা সংক্রমনের রিপোর্ট রাজ্য

বাংলায় কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু

কলকাতাঃ বাংলায় কিছুটা কমল দৈনিক সংক্রমণ ও মৃত্যু৷ করোনায় (Coronavirus)একদিনে আক্রান্ত ১ হাজার ৮৫২ জন৷ একই সময়ে মৃত্যু হয়েছে ৪৭ জনের৷

রাজ্য স্বাস্থ্য্ দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় ১,৮৫২ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন।এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৮৫ হাজার ৪৩৮ জন। মোট মৃতের সংখ্যা ১৭ হাজার ৪৩৭ জন।

তবে স্বস্তির খবর, গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৩৭ জন। যা দৈনিক আক্রান্তের তুলনায় বেশি।মোট সুস্থ হয়েছেন ১৪ লক্ষ ৪৫ হাজার ৪৯৩ জন।বাংলায় মোট অ্যাকটিভ কেসের সংখ্যা ২২ হাজার ৫০৮ জন।রাজ্যে এখনও পর্যন্ত মোট টিকা পেয়েছেন ১ কোটি ৩৭ লক্ষ ৮৩ হাজার ৮৬৬ জন।