দেশে করোনা ভাইরাসের দাপট কিছুতেই কমছে না। গত বেশ কয়েকদিন ধরেই করোনা আক্রান্তের সংখ্যা কখনও কমেছে, কখনও বেড়েছে।
বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, আগের দিনের তুলনায় দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা আক্রান্ত হয়েছে ১৬ হাজার ১৫৬জন। করোনায় দেশে ৭৩৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৪ লক্ষ ৫৬ হাজার ৩৮৬। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৭ হাজার ৯৫। দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার ৯৮৯। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তর সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ৩১ হাজার ৮০৯। এরমধ্যে সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৩৬ লক্ষ ১৪ হাজার ৪৩৪।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গতকাল দেশে ৪৯ লক্ষ ৯ হাজার ২৫৪ জনকে টিকা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত দেশে ১০৪ কোটি ৪ লক্ষ ৯৯ হাজার ৮৭৩ জনকে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। আইসিএমআর জানিয়েছে, দেশে গত কাল ১২ লক্ষ ৯০ হাজার ৯০০ নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে নমুনা পরীক্ষার সংখ্যা ৬০ কোটি ৪৪ লক্ষ ৯৮ হাজার ৪০৫। এই পরিস্থিতিতে বারেবারেই করোনা বিধি মেনে চলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।