দেশ

স্বস্তির খবর: দেশে ও রাজ্যে কিছুটা কমল দৈনিক সংক্রমণ

নয়াদিল্লি,কলকাতা: করোনায় (Coronavirus)বেসামাল দেশ (India)৷ সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতায় কেন্দ্রীয় সরকার৷ পাশাপাশি তৎপর রাজ্য সরকারও৷ গত ২৪ ঘন্টায় দেশে ও রাজ্যে কিছুটা কমল সংক্রমণ৷

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১১ হাজার ১৭০ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৬ লক্ষ ৮৪ হাজার ৭৭ জন। ভারতে একদিনে মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৭ জনের। এই নিয়ে মোট মৃতের সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ২৮৪। মৃত্যু হার ১ দশমিক ০৯ শতাংশ৷

অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৩৬ লক্ষ ১৮ হাজার ৪৫৮। একদিনে অ্যাক্টিভ আক্রান্ত ৫৫ হাজার ৩৪৪ জন৷ তবে গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৬২ হাজার ৪৩৭।এর ফলে মোট সুস্থতার সংখ্যা ২ কোটি ৭ লক্ষ ৯৫ হাজার ৩৩৫ জন। সুস্থতার হার ৮৪.২৫ শতাংশ৷

গতকাল পর্যন্ত দেশে ১৮,২২,২০,১৬৪ জনকে করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। একদিনে টিকা পেয়েছেন ১৭,৩৩,২৩২ জন।

শনিবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী,২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৯ হাজার ৫১১ জন৷ গত শুক্রবার সংখ্যাটা ২০ হাজার ছাড়িয়ে গিয়েছিল৷ সব মিলিয়ে রাজ্য মোট আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ ১৪ হাজার ৩১৩ জন৷ একদিনে মৃত্যু হয়েছে ১৪৪ জনের৷ মোট মৃতের সংখ্যা ১৩ হাজার ১৩৭ জন৷ রাজ্যে মোট অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৯৪৮ জন৷ একদিনে ১৫৬ জন৷

স্বস্তির খবর, ২৪ ঘন্টায় রাজ্যে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ২১১ জন৷ তারফলে মোট সুস্থতার সংখ্যা ৯ লক্ষ ৬৯ হাজার ২২৮ জন৷ সুস্থতার হার ৮৬.৯৮ শতাংশ৷এক সময় সুস্থতার অনেকটাই কমে গিয়েছিল৷