ফের আশঙ্কা বাড়ছে বঙ্গে। একটানা বেশ কয়েকদিন ধরেই নিম্নমুখী ছিল কোভিড গ্রাফ কিন্তু লাফিয়ে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। তবে সামান্য কমল মৃত্যুর হার, অ্যাকটিভ রোগী ও সুস্থতার হার।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত একদিনে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ৮৮৪ জন, মঙ্গলবার যা ছিল সাতশোর বেশি। একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৮ জনের। পজিটিভিটি রেট হয়েছে ১.৮৯ শতাংশ।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ১৫,৩৯৫। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪৭০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৯,৭১,৮২৬। এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২০,৯১২। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪৬,৮৩৬। এর মধ্যে ১.৮৯ শতাংশ রিপোর্ট পজিটিভ।
সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। এখানে একদিনে আক্রান্ত হয়েছেন ১৩২ জন। এরপর রয়েছে কলকাতা। একদিনে এখানে সংক্রমিতের সংখ্যা ১০২। কালিম্পং ও ঝাড়গ্রাম এই দুই জেলাতেই গত ২৪ ঘণ্টায় আক্রান্ত দশের নিচে।
করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিল রাজ্য। ক্রমশ কমছিল সংক্রমণ, অ্যাকটিভ রোগীর সংখ্যা। যদিও মৃত্যুর হার নিয়ে চিন্তা ছিলই। বুধবারের পরিসংখ্যান সেই চিন্তা বাড়িয়ে দিল। লাফিয়ে বাড়ল সংক্রমণের হার।
You must be logged in to post a comment.