মেঘনা গুলজার পরিচালিত ‘ছপক’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য দীপিকা পাড়ুকোন সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। হরর-কমেডি ছবি ‘লক্ষ্মী’তে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অক্ষয় কুমার। সমালোচকদের বিচারে ‘গিলটি’ ছবির জন্য কিয়ারা আদবানী সেরা অভিনেত্রী হিসাবে মনোনীত হয়েছেন। ব্ল্যাক কমেডি ছবি ‘লুডো’র জন্য সেরা পরিচালকের শিরোপা পেয়েছেন অনুরাগ বসু। অজয় দেবগণ-সইফ আলি খান অভিনীত ‘তনহাজি:দ্য আনসাং ওয়ারিয়র’ সেরা ছবি মনোনীত হয়েছে। ওয়েব সিরিজ ‘আর্যা’তে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সুস্মিতা সেন। ‘আশ্রম’ ওয়েব সিরিজে অভিনয়ের জন্য ববি দেওল পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। ‘লুটকেস’ ছবিতে কমেডি চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কুণাল খেমু। বিনোদন দুনিয়ায় অবদানের জন্য সুশান্ত সিং রাজপুতকে (সেরা অভিনেতা) ‘মরণোত্তর’ পুরস্কারে সম্মানিত করা হয়েছে।
