Central Government has announced that all the central Government employees and pension holders would not get DA untill June 2021.
দেশ লিড নিউজ

ডিএ স্থগিত!‌ পুরনো হারেই মিলবে মহার্ঘভাতা

করোনাভাইরাস সংকটের মাঝে বন্ধ করা হল সরকারি কর্মচারীদের ৩ মাসের মহার্ঘ ভাতা। ২০২১ সালের জুন পর্যন্ত বর্ধিত মহার্ঘ ভাতা পাবেন না কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রকের তরফে লকডাউন পরিস্থিতিতে চলতি বছরে ডিএ বৃদ্ধি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবর্তিত পরিস্থিতিতে খরচে কাঁটছাঁট করতেই এই সিদ্ধান্ত নেওয়া হল বলে মনে করা হচ্ছে। একই নিয়ম কার্যকর হচ্ছে পেনশনভোগীদের জন্যও। বৃহস্পতিবার এমনই ঘোষণা করল কেন্দ্রীয় সরকার।
করোনাভাইরাস পরিস্থিতির আগে মার্চ মাসে ৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে ২১ শতাংশ ডিএ করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রক। কিন্তু বর্তমান করোনাভাইরাস লকডাউন পরিস্থিতিতে সেই ডিএ বৃদ্ধি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার সেই ডিএ তিন মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রক। নির্দেশিকা অনুযায়ী, ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত পুরনো হারেই মহার্ঘভাতা দেওয়া হবে। ২০২১ সালের জুলাই থেকে সংশোধিত হারে দেওয়া হবে ডিএ। তবে গোটা সময়ের জন্য কোনও বকেয়া দেওয়া হবে না।
করোনাভাইরাস পরিস্থিতে সরকারের করের থেকে আয় অনেকাংশেই কমে গিয়েছে। উল্টে বিভিন্ন খাতে অতিরিক্ত খরচ হচ্ছে। সেই খরচের জোগান দিতে বিভিন্ন খাতে বরাদ্দে কাঁটছাঁট করা হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত মার্চ মাসেই কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতার হার ১৭% থেকে বাড়িয়ে ২১% ঘোষণা করা হয়েছিল। তবে আজকের নির্দেশিকার জেরে আপাতত দেড় বছর ১৭% হারেই মহার্ঘভাতা পাবেন কর্মচারীরা। ৪৮ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং প্রায় ৬৫ লাখ পেনশনভোগীর জন্য কার্যকর এই সিদ্ধান্ত। জানুয়ারি মাস থেকে জুন মাস এবং জুলাই থেকে ডিসেম্বর বছরে মোট দু’‌বার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়।