DA –র দাবিতে নবান্ন অভিযান করতে চেয়ে পুলিশের কাছে অনুমতি চেয়ে তা না পাওয়ায় হাইকোর্টে গেলেন আন্দোলনকারীরা।
প্রাপ্য DA -র দাবিতে নবান্ন পর্যন্ত মিছিল করতে এবার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ডিএ আন্দোলনকারীরা। জানা গেছে, আজ, মঙ্গলবার সেই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
ডিএ আন্দোলনকারীরা আগামী ৪ মে ধর্মতলা থেকে নবান্ন পর্যন্ত মিছিল করার অনুমতি চেয়েছিল পুলিশের কাছে। কিন্তু সেই মিছিলে পুলিশের তরফে অনুমতি না দেওয়ায় আদালতের দ্বারস্থ হয় সংগ্রামী যৌথ মঞ্চ। বিচারপতি রাজাশেখর মান্থা মামলা দায়েরের অনুমতি দেয়। মঙ্গলবার সেই মামলার শুনানি হতে পারে। অন্যদিকে মিছিলের বিরুদ্ধে হাইকোর্টে পাল্টা মামলা দায়ের হয়েছে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মিছিলের বিরোধিতা করে যে মামলা দায়ের হয়েছে, সেখানে বলা হয়েছে এই মিছিল হলে কলকাতা অবরুদ্ধ হয়ে পড়বে, যার ফলে সাধারণ মানুষের ভোগান্তি তৈরি হবে।
প্রসঙ্গত, ডিএ-এর দাবিতে আন্দোলনকারী সরকারি কর্মীরা ধর্মতলায় ধর্না দিচ্ছেন, তাঁরা আগামী ৬ মে হাজরা থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিট পর্যন্ত মিছিল করবেন বলেও জানিয়েছেন।