দেশের প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড়। ৯ নভেম্বর তিনি দায়িত্ব নেবেন। সোমবার টুইট করে সেকথা জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু।
বিচারপতি চন্দ্রচূড়ের নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আইনমন্ত্রী তাঁর টুইটে জানিয়েছেন, ‘ভারতের সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে মাননীয় রাষ্ট্রপতি ড: বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড়কে আগামী ৯ ডিসেম্বর থেকে ভারতের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন।’
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দৌড়ে তিনিই এগিয়ে ছিলেন। সিনিয়রিটির দিক থেকে বর্তমান প্রধান বিচারপতি ইউ.ইউ.ললিতের পর এই পদে তাঁরই নাম সামনে আসে। ১১ অক্টোবর দেশের প্রধান বিচারপতি ইউ.ইউ. ললিত চিঠি দিয়ে বিচারপতি চন্দ্রচূড়ের নাম সুপারিশ লরেছিলেন। দেশের ৫০তম প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড়।