দেশ ব্রেকিং নিউজ

কমলা সতর্কতা জারি গুজরাতে

ভয়ঙ্কর আকার ধারণ করছে ঘূর্ণিঝড় তাওকতে৷ যার জেরে কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন৷ রবিবার থেকে এর প্রভাব পড়তে চলেছে মুম্বই–সহ গোটা মহারাষ্ট্রে৷ চূড়ান্ত দাপট দেখাতে চলেছে তাওকতে৷ ভারী থেকে অতিভারী বৃষ্টির সাক্ষী থাকতে চলেছে মুম্বই৷ পশ্চিম মহারাষ্ট্রের পার্বত্য অঞ্চলে বজায় থাকবে ঝড়ের দাপট বলে পূর্বাভাস মৌসম ভবনের৷
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শনিবার রাত থেকেই শক্তি বাড়াতে শুরু করেছে ‘তাওকতে’। আগামী মঙ্গলবার এটি গুজরাত উপকূলে প্রবল গতিবেগে আছড়ে পড়তে পারে। পূর্বাভাস অনুযায়ী ১৮ তারিখ গুজরাত উপকূলে আছড়ে পড়বে এই ঝড়৷ জুনাগড়, গির সোমনাথে অতিভারী বৃষ্টি হবে৷ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সৌরাষ্ট্রের কয়েকটি জেলায়, কচ্ছ এবং দিউতে৷ দেশের উত্তর ও উত্তর–পশ্চিমের দিকে এগোবে এই ঝড়৷ ১৮ মে আছড়ে পড়বে গুজরাতের উপকূলবর্তী এলাকায়৷ রবিবার এই পূর্বাভাস মৌসব ভবনের৷
ইতিমধ্যে গোয়া, গুজরাত, মুম্বই–সহ পশ্চিম উপকূলে জারি হয়েছে লাল সতর্কতা। ঘূর্ণিঝড় প্রতিরোধে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিপদ রয়েছে এমন জায়গা থেকে মানুষজনকে দ্রুত সরিয়ে নিয়ে আসার কড়া নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় তৌকতের কারণে কেরলে অতিভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, উপড়ে গিয়েছে একাধিক গাছ। লাল সতর্কতা জারি করা হয়েছে কেরলের নয় জেলাতেও। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণিঝড়টি শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ গোয়া থেকে মাত্র ২২০ কিমি দূরে, মুম্বই থেকে ৫৯০ কিমি দূরে ও গুজরাটের উপকূল থেকে ৮২০ কিমি দূরে অবস্থান করছিল। মঙ্গলবার গুজরাটের পোরবন্দর ও নালিয়ায় আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড়।