রবিবার মাঝরাতেই প্রবল গতিতে আছড়ে পড়েছে সাইক্লোন ‘রেমাল’। রবিবার সকাল থেকেই সুন্দরবন থেকে শুরু করে কলকাতা, দুই ২৪ পরগনা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। এদিকে, সাইক্লোন রেমালের জেরে সপ্তাহের প্রথম দিনই ব্যাহত মেট্রো পরিষেবা।
ভারী বৃষ্টির কারণে পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেড স্টেশনগুলির মধ্যে ট্র্যাকে জল জমে মেট্রো পরিষেবা ব্যাহত হয়েছে। সোমবার সকাল ৭টা ৫১ মিনিট থেকেই দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশনগুলির মধ্যে মেট্রো চালানো হয়।
মেট্রো পরিষেবা স্বাভাবিক করার জন্য ট্রাকগুলি থেকে জল সরানোর কাজ চলে। অন্যদিকে, টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া পর্যন্ত বন্ধ মেট্রো পরিষেবা।
এদিকে, ভারী বৃষ্টির কারণে সোমবার শিয়ালদা শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদার সাউথ লাইন এবং কর্ড লাইনে সকাল ৯টা পর্যন্ত বহু ট্রেন বাতিল হওয়ার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে নিত্য যাত্রী থেকে শুরু করে অফিস যাত্রীদের।
পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে আপাতত এই ট্রেন গুলি বন্ধ থাকবে। পাশাপাশি গাছ পড়ার কারণে শহরে ট্রাফিকের অসুবিধা হচ্ছে। সকাল থেকেই চরম বিপাকে পড়েছেন অফিসযাত্রীরা।