সাইক্লোন নিভারের ভয়াবহতা আঁচ করতে পেরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এড়াপাড্ডি কে পালনস্বামী জাতীয় ছুটি ঘোষণা করলেন। ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কায় ২৬ নভেম্বর ১৩ টি জেলায় তামিলনাড়ু সরকার ছুটি ঘোষণা করেছে। বুধবার রাতেই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। মৌসম ভবন জানাচ্ছে, বুধবার গভীর রাতে অথবা বৃহস্পতিবার ভোরবেলা তামিলনাড়ু এবং পদুচেরিতে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। মামাল্লাপুরম এবং করাইকালের মাঝে নিভার আছড়ে পড়বে। প্রতি ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার কিংবা সর্বাধিক ১৪৫ কিলোমিটার বেগে নিভার আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে ক্ষয়ক্ষতির সম্ভাবনাকে মাথায় রেখে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরি উপকূলে মোতায়েন করা হয়েছে ১২০০ বিপর্যয় মোকাবিলা বাহিনী। একই সঙ্গে আরও ৮০০ বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যেই চেন্নাই ত্রাণ শিবিরে ৩১২ জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সবমিলিয়ে ৭৭টি ত্রাণ শিবির খোলা হয়েছে তামিলনাড়ুতে। এর সবগুলোই ঘূর্ণিঝড় বিধ্বস্ত মানুষদের আশ্রয়ের জন্য তৈরি রয়েছে।