আমফানের ঘা এখনও শুকায়নি। তার মধ্যে এবার দেশের পশ্চিম উপকূল প্রবলভাবে বিধ্বস্ত হতে চলেছে! এমনই আশঙ্কা রবিবার আইএমডি’র সতর্কবাণীর সঙ্গেই উঠে এসেছে। ঘূর্ণিঝড় আমফানের পর এবার দেশে আছড়ে পড়তে চলেছে ঘূর্নিঝড় নিসর্গ। জুন মাসের ৩ তারিখ থেকে প্রবল বৃষ্টি আসতে পারে মুম্বইয়ের উপকূলে। মহারাষ্ট্র ছাড়াও গুজরাতের উপকূলে প্রবল ঝড়বৃষ্টি আছড়ে পড়বে বলে মনে করা হচ্ছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আরব সাগরের দক্ষিণ–পূর্বে নিম্নচাপ এলাকার সঞ্চার হতে শুরু করেছে। যা খুব তাড়াতাড়ি চলে আসবে মুম্বই উপকূলের দিকে। আর সেই নিম্নচাপ ধীরে ধীরে প্রবল ঝড়ে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। তাই সতর্কতা জারি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হবে বলে মনে করা হচ্ছে।
নিসর্গের জেরে গুজরাত ও মহারাষ্ট্রে দুর্যোগের কালো মেঘ আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। দুটি রাজ্যেই প্রবল বৃষ্টি হবে বলে খবর। জোরালো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে নিম্নচাপের দাপট এমন সময়ে ভারতে আসছে, ভারতে বর্ষা প্রবেশ করতে শুরু করেছে। এতে দক্ষিণ ভারতে প্রবল বর্ষণ যেমন হচ্ছে, তেমনই উত্তর–ভারতের একাধিক জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে।
