বঙ্গোপসাগরে ওপরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ ও ওড়িশার ওপর আঁছড়ে পড়ার সম্ভাবনা প্রবল জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসম ভবন আইএমডি। রিপোর্ট অনুযায়ী, ওড়িশা, পুরী এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ল্যান্ডফল করতে চলেছে ‘ডানা’।
বৃহস্পতিবার রাতে বা শুক্রবার ভোরে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে ‘ডানা’ উপকূল পার করবে।ল্যান্ডফলের সময় দানা ঘূর্ণিঝড় ঘণ্টায় ১০০-১২০ কিলোমিটার বেগে তাণ্ডব ঘটাতে পারে। দমকা হওয়ায় গতিবেগ ১২০ পার করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতীয় হাওয়া অফিস।
জানা গিয়েছে, প্রথমে নিম্নচাপ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগরের ওপরে অবস্থান করছিল, এবার তা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে। মঙ্গলবার সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়ে বুধবারের মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণিঝড় ‘ডানা’ তৈরি হবে।
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সকালের মধ্যে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল বরাবর উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছাবে তারপর প্রবল ঘূর্ণিঝড় হয়ে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে দিয়ে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল পার করবে।