ব্রেকিং নিউজ রাজ্য

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’, সতর্ক নবান্ন ও জেলা প্রশাসন

ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘দানা’। যার জেরে বাংলার উপকূলের জেলাগুলোতেও প্রবল ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য, মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ জেলায় ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে স্কুল-কলেজ। বন্ধ থাকবে ফেরি চলাচল। ইতিমধ্যে বিপদজনক এলাকার বাসিন্দাদের অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। প্রতি মুহূর্তে সতর্ক সরকার। নবান্নের পাশাপাশি জেলা স্তরেও করা হয়েছে কন্ট্রোল রুম।

বৃহস্পতিবার ‘দানার’ বঙ্গে ল্যান্ডফলের কথা থাকলেও ঝড়টি যেকোনও সময় আছড়ে পড়তে পারে। সেই কথা মাথায় রেখে ২৩ তারিখ থেকে ৩ দিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, কলকাতা, পুরুলিয়া ও ঝাড়গ্রামে স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। ফেরি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটকদের সতর্ক করা হয়েছে। ইতিমধ্যেই দিঘা থেকে পর্যটকরা বাড়ি ফেরা শুরু করেছে। পুরী থেকে বঙ্গের দর্শনার্থীরা ফিরে আসছেন।

এই মুহূর্তে বাংলার উপকূল থেকে প্রায় ৭০০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোররাতের মধ্যে প্রবল ঘূর্ণিঝড় হয়ে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে দিয়ে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল পার করবে বলে আবহবিদদের ধারণা।