Curfew is impossed in Macca-Madina city for 24 hours.
আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

মক্কা–মদিনায় জারি কার্ফু

করোনা ঠেকাতে মক্কা ও মদিনা শহরে ২৪ ঘন্টার কার্ফু জারি করল সৌদি আরব। তার আওতায় দুই শহরের প্রতিটি এলাকা পড়বে। সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে টুইট করে তা জানানো হয়েছে। রাজধানী রিয়াদ এবং জেড্ডাতেও মানুষের চলাচলের উপরে রাশ টানা হচ্ছে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মক্কা এবং মদিনার সমস্ত এলাকায় ২৪ ঘণ্টার কার্ফু জারি থাকবে। ফলে কেউ শহরে প্রবেশ প্রবেশ করতে পারবেন না এবং কেউ বাইরে যেতেও পারবেন না। পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত লকডাউন চলবে বলেও জানিয়েছে সৌদি প্রশাসন। এই দুই শহরে সমস্ত ধরনের বাণিজ্যিক কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। একমাত্র ওষুধের দোকান, খাবাবের দোকান, জ্বালানির স্টেশন এবং ব্যাংকিং পরিষেবাকে এর আওতার বাইরে রাখা হয়েছে।
সৌদি আরবে এখনও পর্যন্ত ১,৮৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২১ জনের। সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখা একমাত্র উপায় বলে একাধিকবার জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যে কারণে এবার আরব মুলুকেও বিশেষ কড়াকড়ি শুরু হল।